রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

উড়িরচরে কৃষি উপকরণ বিতরণের উদ্বোধন 

সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি

উড়িরচরে কৃষি উপকরণ বিতরণের উদ্বোধন 

চট্টগ্রাম জেলাধীন বিচ্ছিন্ন  উপজেলা সন্দ্বীপের বিচ্ছিন্ন ইউনিয়ন উড়িরচরে 
২০২৪-২৫ মৌসুমে উফশী হাইব্রিড সবজির বীজ রবি ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রন্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ বিতরণের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সন্দ্বীপ উপজেলা কৃষি অফিসার মারুফ হোসেন। 

এতে প্রধান অতিথি ও উদ্বোধক ছিলেন ইউএনও রিগ্যান চাকমা। বিশেষ অতিথি সহকারী কমিশনার (ভূমি) অংছিং মারমা। 

এ সময় উপস্থিত ছিলেন কৃষি ব্যাংক ব্যবস্থাপক ও অফিসার্স ক্লাব সেক্রেটারি মু. আক্তারুজ্জামান সুজন, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ কাজী বরকতুল ইসলাম, ডিসি কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা ড. মো. হোসাইন, আহসান পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ কামরুল আহসান, উড়িরচর পুলিশ ফাঁড়ি ইনচার্জ আমিন উল্যাহ ইউপি সদস্য আবদুর রহিম, ফরিদুজ্জামান, মো. অরাফাত, শামীম প্রমুখ।

টিএইচ